Wellcome to National Portal

|      উপজেলা রিসোর্স সেন্টার (URC), রামগঞ্জ, লক্ষ্মীপুর এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত           রামগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৬১টি      |     প্রধান শিক্ষকের ১৬১ পদের মধ্যে ১০৮ জন কর্মরত      |      সহকারী শিক্ষকের ৯৮১ পদের মধ্যে ৯৪৭ জন বর্তমানে কর্মরত আছেন      |      প্রধান শিক্ষকের ৫৩টি পদ শূন্য রয়েছে      |     সহকারী শিক্ষকের ৩৪টি পদ শূন্য রয়েছে       |      এ উপজেলায় সাক্ষরতার হার ৮২.৯% (২০২২)      |

ইউআরসি, প্রযত্নে: রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াড নং-#০৩, রামগঞ্জ পৌরসভা, রামগঞ্জ, লক্ষ্মীপুর, e-mail: urcramgonj.lax@gmail.com, wave site: www.urc.ramganj.lakshmipur.gov.bd

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড
  • সাম্প্রতিক বছরের (গত ৩ বছর) প্রধান অর্জন:

    • শিক্ষার মূলভিত্তি হিসেবে প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের জন্য মানসম্মত শিক্ষকের বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের একাডেমিক ও প্রশিক্ষণ সহায়তা প্রদানের মাধ্যমে মানসম্মত শিক্ষক তৈরির লক্ষ্যে উপজেলা রিসোর্স সেন্টার, রামগঞ্জ, লক্ষ্মীপুর কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক বছরে রিসোর্স সেন্টারটির প্রধান অর্জন নিম্নরূপ:
    • পিইডিপি-৪ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ৬০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষককে বিষয়ভিত্তিক (বাংলা), ৩৬ জন শিক্ষককে প্রাক-প্রাথমিক, ৯০ জন শিক্ষককে ইউনিক আইডি কার্যক্রমের আওতায় CRVS প্রশিক্ষণ প্রদান করা হয়েছে;
    • পিইডিপি-৪ এর আওতায় ২০২২-২৩ অর্থবছরে ১২০ জন শিক্ষককে বিষয়ভিত্তিক(বাংলা) প্রশিক্ষণ, 9০ জনকে বিষয়ভিত্তিক(ইংরেজি), ১৫০ জনকে গণিত অলিম্পিয়াড এবং ৫০ জন নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষককে প্রারম্ভিক প্রশিক্ষণ প্রদান;
    • পিইডিপি-৪ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১০১০ জন শিক্ষককে প্রাথমিক স্তরের শিক্ষাক্রম বিস্তারণ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
    • ২০২১-২২ অর্থবছরে ১8০ জন শিক্ষককে ‘গণিত অলিম্পিয়াড কৌশলে বিষয়ভিত্তিক গণিত’ প্রশিক্ষণ ও ৬০ জন শিক্ষককে ‘ডিউপার্ট সম্বলিত বিষয়ভিত্তিক প্রাথমিক বিজ্ঞান’ প্রশিক্ষণ প্রদান;
    • ২০২১-২২ অর্থবছরে সকল শিক্ষককে ব্লেন্ডেড রুটিন ও পাঠ-পরিকল্পনা বিষয়ে গুগলমিট মাধ্যমে ওরিয়েন্টেশন প্রদান এবং গুগলমিটে পরিচালিত শ্রেণিকার্যক্রম তদারকি;
    • ইন্সট্রাক্টর কর্তৃক নির্ধারিত প্রমাপ অনুযায়ী নিয়মিতভাবে বিদ্যালয়ের শ্রেণি-কার্যক্রম পর্যবেক্ষণ ও শিক্ষকদের একাডেমিক সুপারভিশনের আওতায় পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদান;
    • করোনাকালে ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ ও এককভাবে শিক্ষকদের সাথে যোগাযোগ করে শিশুদের সুরক্ষাসহ তাদের পড়াশোনার অগ্রগতি তদারকি নিশ্চিতে ভূমিকা রাখা;
    • স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান বাস্তবায়নসহ বিদ্যালয় উন্নয়ন কার্যক্রম তদারকি; এবং
    • বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন জাতীয় দিবস উদ্‌যাপন, উন্নয়ন মেলায় অংশগ্রহণ, বৃক্ষরোপন কর্মসূচি, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম উপজেলা প্রশাসন এবং উপজেলা শিক্ষা অফিসারের সাথে সমন্বয় করে সম্পাদন করা।