Wellcome to National Portal

|      উপজেলা রিসোর্স সেন্টার (URC), রামগঞ্জ, লক্ষ্মীপুর এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত           রামগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৬১টি      |     প্রধান শিক্ষকের ১৬১ পদের মধ্যে ১০৮ জন কর্মরত      |      সহকারী শিক্ষকের ৯৮১ পদের মধ্যে ৯৪৭ জন বর্তমানে কর্মরত আছেন      |      প্রধান শিক্ষকের ৫৩টি পদ শূন্য রয়েছে      |     সহকারী শিক্ষকের ৩৪টি পদ শূন্য রয়েছে       |      এ উপজেলায় সাক্ষরতার হার ৮২.৯% (২০২২)      |

ইউআরসি, প্রযত্নে: রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াড নং-#০৩, রামগঞ্জ পৌরসভা, রামগঞ্জ, লক্ষ্মীপুর, e-mail: urcramgonj.lax@gmail.com, wave site: www.urc.ramganj.lakshmipur.gov.bd

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

২০২৪-২০২৫ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জন:

  • বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জকে সামনে রেখে উপজেলা রিসোর্স সেন্টার, রামগঞ্জ, লক্ষ্মীপুর কর্তৃক গৃহীত ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কাজ করা সম্ভব হলে বছর শেষে নিম্নরুপ সাফল্য প্রত্যাশা করা যায়:

  • বিদ্যালয় পরিদর্শন ও শ্রেণি শিখন-শেখানো কার্যক্রম পর্যবেক্ষণ;

  • বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিশেষ করে ক্লাসরুম কার্যক্রম অনলাইনে ও সরাসরি তদারকি;

  • প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নির্ধারিত সকল প্রশিক্ষণ আয়োজন;

  • চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার লিফলেট প্রণয়নসহ সাব-ক্লাস্টার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন;

  • বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন;

  • শিক্ষক কর্তৃক অ্যাকশন রিসার্চ পরিচালনা;

  • শিক্ষক প্রশিক্ষণ ডাটাবেজ হালনাগাদকরণ;

  • তথ্য বাতায়নে ইউআরসি’র ওয়েবপেইজ হালনাগাদকরণ;

  • ই-নথি বাস্তবায়ন;

  • প্রতিশ্রুত সেবা নিশ্চিতকরণ; এবং

  • জাতীয় দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় উদযাপন;