Wellcome to National Portal

|      উপজেলা রিসোর্স সেন্টার (URC), রামগঞ্জ, লক্ষ্মীপুর এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত           রামগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৬১টি      |     প্রধান শিক্ষকের ১৬১ পদের মধ্যে ১০৮ জন কর্মরত      |      সহকারী শিক্ষকের ৯৮১ পদের মধ্যে ৯৪৭ জন বর্তমানে কর্মরত আছেন      |      প্রধান শিক্ষকের ৫৩টি পদ শূন্য রয়েছে      |     সহকারী শিক্ষকের ৩৪টি পদ শূন্য রয়েছে       |      এ উপজেলায় সাক্ষরতার হার ৮২.৯% (২০২২)      |

ইউআরসি, প্রযত্নে: রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াড নং-#০৩, রামগঞ্জ পৌরসভা, রামগঞ্জ, লক্ষ্মীপুর, e-mail: urcramgonj.lax@gmail.com, wave site: www.urc.ramganj.lakshmipur.gov.bd

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা:

সংশ্লিষ্ট পরিপত্র ও জারিকৃত নির্দেশনা এবং বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তিতে নির্ধারিত কৌশলগত উদ্দেশ্য, কার্যক্রম ও কর্ম-সম্পাদন সূচক সামনে রেখে উপজেলা রিসোর্স সেন্টার, রামগঞ্জ, লক্ষ্মীপুর কাজ করে যাচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে। অধিকন্তু, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সেন্টারটি অগ্রাধিকারভিত্তিতে নিম্নরূপ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করতে আগ্রহী: 

  • বিদ্যালয়ে শ্রেণি শিখন-শেখানো কার্যক্রম পর্যবেক্ষণ করে একাডেমিক সুপারভিশন সহায়তা প্রদান;

  • অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ পরিচালনা ও মনিটরিং ব্যবস্থা চালু করা;
  • বিদ্যালয় ও শিক্ষকদের চাহিদার আলোকে পাঠসংশ্লিষ্ট উপকরণ ও ডিজিটাল কন্টেন্ট তৈরি ও সরবরাহ;
  • অনলাইন/ভার্চুয়াল সভা/প্রশিক্ষণ ফলোআপ করে বিদ্যালয়ে পরিচালিত শ্রেণিকার্যক্রম তদারকি;
  • বিদ্যালয়ে শিখন পরিবেশ উন্নয়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়নে সহায়তা প্রদান;
  • বিদ্যালয় ও শ্রেণিতে ধারাবাহিক মূল্যায়ন কার্যকর করতে সহায়তা প্রদান;
  • স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান বাস্তবায়নসহ বিদ্যালয় উন্নয়নে সহায়তা প্রদান;
  • জাতীয় দিবস ও বিভাগীয় ইভেন্ট বাস্তবায়নে অংশগ্রহণ ও সহায়তা প্রদান;
  • শিক্ষকদের অ্যাকশন রিসার্চ পরিচালনায় সহায়তা প্রদান;
  • তথ্য বাতায়নে উপজেলা রিসোর্স সেন্টার, ফটিকছড়ির তথ্য হালনাগাদকরণ;
  • ই-নথি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ; এবং
  • উদ্ভাবনী/ক্ষুদ্র উন্নয়ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন।