Wellcome to National Portal

|      উপজেলা রিসোর্স সেন্টার (URC), রামগঞ্জ, লক্ষ্মীপুর এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগত           রামগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৬১টি      |     প্রধান শিক্ষকের ১৬১ পদের মধ্যে ১০৮ জন কর্মরত      |      সহকারী শিক্ষকের ৯৮১ পদের মধ্যে ৯৪৭ জন বর্তমানে কর্মরত আছেন      |      প্রধান শিক্ষকের ৫৩টি পদ শূন্য রয়েছে      |     সহকারী শিক্ষকের ৩৪টি পদ শূন্য রয়েছে       |      এ উপজেলায় সাক্ষরতার হার ৮২.৯% (২০২২)      |

ইউআরসি, প্রযত্নে: রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াড নং-#০৩, রামগঞ্জ পৌরসভা, রামগঞ্জ, লক্ষ্মীপুর, e-mail: urcramgonj.lax@gmail.com, wave site: www.urc.ramganj.lakshmipur.gov.bd

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

কার্যাবলী (Functions):

 

  • প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নীতিমালা অনুসরণ ও বাস্তবায়ন;
  • কাংখিত শিখনফল অর্জনের মাধ্যমে সকল শিশুর মানসম্মত শিক্ষাচক্র সম্পন্নে সহায়তাকরণ;
  • শিক্ষকদের স্বল্পকালীন প্রশিক্ষণ চাহিদা নিরূপণ করা;
  • প্রশিক্ষণ সামগ্রী তৈরি, প্রণয়ন এবং ব্যবহার ও সংরক্ষণ করা;
  • প্রশিক্ষণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন;
  • বিদ্যালয় পরিদর্শন এবং একাডেমিক সুপারভিশন প্রক্রিয়া শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান;
  • শিখন শেখানো কার্যক্রম পরিচালনায় সঠিক পদ্ধতি ও বিভিন্ন কৌশল প্রয়োগে শিক্ষকদের সহায়তা প্রদান;
  • বিদ্যালয় ব্যবস্থাপনা ও শ্রেণি ব্যবস্থাপনায় শিক্ষক যোগ্যতার প্রয়োগ নিশ্চিতকরণে সহায়তা করা;
  • শ্রেণিকক্ষে সি-ইন-এড/ডিপিএড প্রশিক্ষণের যথাযথ বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন;
  • বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা;
  • চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার লিফলেট প্রণয়ন;
  • সাব-ক্লাস্টার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ;
  • প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা শ্রেণিকক্ষে বাস্তবায়ন পরিবীক্ষণ এবং অনুস্মারক  (Follow-up)/ সঞ্জীবনী প্রশিক্ষণের ব্যবস্থা;
  • বিষয়ভিত্তিক পাঠ-সংশ্লিষ্ট উপকরণের চাহিদা শনাক্তকরণ এবং উপকরণ সংগ্রহ, তৈরি, ব্যবহার ও সংরক্ষণের ওপর কর্মশলার/প্রশিক্ষণ আয়োজন;
  • উদ্ভোবনী/ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং অ্যাকশন রিসার্চ পরিচালনার মাধ্যমে মানসম্মত শিক্ষা নিম্চিতে সহায়তা করা; এবং
  • উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য সংবলিত ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ এবং হালনাগাদকরণ।